রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি এলাকার চন্দনা নদীতে ডুবে সাব্বির (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। সে পাইককান্দি গ্রামের মিলন শেখের ছেলে।বালিয়াকান্দি সড়র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাইককান্দি গ্রামের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সকালে শিশুটি খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের চন্দনা নদীতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে। এসময় শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রুবেলুর রহমান/এফএ/এমএস