বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজয়-২৪ হলের প্রভোস্টের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি একটি লিখিত পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে দাখিল করেছেন।
উপাচার্য বরাবরে লিখিত ওই পদত্যাগপত্রে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান উল্লেখ করেন, ২৯ এপ্রিল থেকে বিজয়-২৪ হলের প্রভোস্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করছি। পত্রে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে অনুরোধ জানালেও পদত্যাগ করার কোনো কারণ উল্লেখ করেননি।
তবে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একজন ছাত্রবান্ধব শিক্ষক ও কর্মঠ মানুষ। সম্প্রতি ক্যাম্পাসে চলমান নানান জটিলতার মাঝে তার এ পদত্যাগের বিষয়টির কারণ ছাত্র-শিক্ষকের কেউ তেমনভাবে বুঝতে পারছেন না।
তবে শিক্ষকদের একাংশ বলছেন, দায়িত্বপূর্ণ পদে যথাযথভাবে কাজ করার সুযোগ না পাওয়ায় প্রভোস্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে মেহেদী হাসান পদত্যাগ করেছেন।
শাওন খান/আরএইচ/এএসএম