দেশজুড়ে

এলজিইডিতে কাজের অসংগতি, অস্বীকার প্রকৌশলীর

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানে দুদকের সদস্যরা প্রকৌশলী কার্যালয়ে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সদর উপজেলার দুটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজে অসংগতি পান তারা।

অভিযান শেষে উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, রাস্তার কাজে নিম্নমানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুদক সদস্যরা এসে সদর উপজেলার দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদেরকে ফটোকপি করে দেওয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলেও অভিযোগের কোনো সত্যতা মেলেনি।

আরমান হোসেন রুমন/এমএন/এএসএম