দেশজুড়ে

পাবনায় খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে আহত

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে রনজিত রোজারিও (৩০) নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে।আহত রনজিত রোজারিও ফৈলজানা গ্রামের মৃত জজ রোজারিও’র ছেলে। পেশায় তিনি একজন সার ব্যবসায়ী। পরকিয়ায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র এবং পূর্ব শক্রতার জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আহত রনজিত রোজারিও’র স্ত্রী পল্লবী রোজারিও জানান, রনজিত রোজারিও’র প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে এক লোকের অবৈধ সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে রনজিতসহ স্থানীয় কয়েকজন। এ নিয়ে শালিসের মাধ্যমে ঘটনার মীমাংসাও হয় এলাকায়। ওই ঘটনার জের ধরে রোববার রাতে রনজিতের বাড়িতে হামলা চালানো হয়। প্রথমে রনজিতকে লক্ষ্য করে একটি গুলি চালায়। এরপর রনজিতকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপালে বাম হাতের কনুই, গলায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রনজিত রোজারিওকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আহত রনজিত জানান, মেয়েলি ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফৈলজানা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মেয়েলী ঘটনার জের ধরে রনজিতকে মারপিট করা হয়েছে। তবে গুলিবর্ষণের বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ায় বাধা দেয়ার ঘটনার জের ধরেই রনজিতকে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা ঘটনার কারণসহ অন্যান্য বিষয় আরো তদন্ত করে দেখছি। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।একে জামান/এসএস/আরআইপি