ছেলের লাথির আঘাতে মা জাহেদা বেগম (৫৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরী কাজীপাড়া গ্রামে। সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত জাহেদা ওই গ্রামের হবিবর রহমান হবির স্ত্রী। ওই গ্রামের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ছেলে আবুল কালামের স্ত্রী মঞ্জিলা বেগমের সঙ্গে শাশুড়ির জাহেদার দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছে। এ অবস্থায় রোববার সন্ধ্যায় তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। রাত একটার দিকে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে কালাম মা জাহেদাকে মারপিট ও লাথি মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ দড়ির সঙ্গে ঝুলিয়ে রেখে জোবেদার ছেলে ও পুত্রবধূ পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি