আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ শুরু হয়। মঞ্চে বক্তব্য দিতে শুরু করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
বক্তব্যে নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেশের মৌলিক সংস্কারের পরেই কেবল জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
আরও পড়ুন
সরেজমিনে সমাবেশস্থলে দেখা যায়, ঢাকার বিভিন্ন জোনের এবং ঢাকার বাইরের জেলা থেকে দলটির কেন্দ্রীয় নেতারা মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশে আসছেন। ঢাকঢোল বাজিয়ে আসছেন অনেকে। এছাড়া অনেকের হাতে প্লাকার্ড পোস্টার দেখা গেছে।
মূলত দলটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, দলটির অঙ্গসংগঠন নিষিদ্ধ ও বিচার এবং দেশের মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন।
এনএস/এমএএইচ/এমএস