সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৪ মে) এক শোক বার্তায় তারা বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবি পার্টির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিষ্টভাষী ও সমাজ পরিবর্তনে আকাঙ্ক্ষী আব্দুর রাজ্জাক অত্যন্ত স্পষ্টবাদী মানসিকতার প্রখর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন।
আরও পড়ুন
মারা গেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকশোক বার্তায় এবি পার্টি নেতারা আরও বলেন, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত করতে তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএএম/এমআইএইচএস/এমএস