আইন-আদালত

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রাজ্জাকের জানাজা সোমবার বেলা ১১টায়

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা আজ (রোববার) বাদ এশা (৮.৩০) ধানমন্ডির তাকওয়া মসজিদে সম্পন্ন হবে। এর পর সোমবার (৫ মে) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এই তথ্য জানিয়েছেন।

তৃতীয় জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান বলে জাগো নিউজকে নিশ্চিত করেন শিশির মনির। ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলেও ব্যারিস্টার এবং তারা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২১ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

এফএইচ/এমআইএইচএস/এমএস