দেশজুড়ে

বালিয়াকান্দিতে আ.লীগের ১৮ নেতাকে বহিষ্কার

পঞ্চম ধাপের গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৮ জন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক শামছুল আলম সুফী স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কৃতদের নাম উল্লেখ করা হয়।তারা হলেন, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেক, লিয়াকত আলী খান, মো. আব্দুর রাজ্জাক, ইসলামপুর ইউনিয়নের হাজী মো. শাহজাহান, বহরপুর ইউনিয়নের মো. সাবু মোল্যা, লিয়াকত আলী, মো. আব্দুর রশিদ, নবাবপুর ইউনিয়নের মো. হাসেনুর রফিক, মো. কালাম ফকির, মো. ফজলুল হক, মো. আজম, বালিয়াকান্দি সদর ইউনিয়নের মো. আব্দুল ওহাব মোল্যা ও জামালপুর ইউনিয়নের মো. বারেক আলী সর্দার, মো. কামরুল, ওহিদ মীর, ইমদাদুল হক শামিম, কামাল সর্দার, মো. আবুল কালাম মন্ডল।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভানু সোম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।রুবেলুর রহমান/এমএএস/পিআর