বাংলাদেশ সময় দুপুর একটাই জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার করবেন শল্যবিদ ডেভিড ইয়ান। সকালে চিকিৎসক ডেভিড ইয়ানের সঙ্গে সাক্ষাৎ করলে অস্রোপাচারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইনজুরির চিকিৎসা করাতে শুক্রবার রাতে দেশ ছাড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে বাকি আর মাত্র ৫০ দিন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। তাই, অস্ত্রোপচার করিয়ে তাকে দ্রুত মাঠে ফিরিয়ে আনতে চায় বিসিবি। তামিমেরও একই ইচ্ছে, বিশ্বকাপ মিস করতে চান না তিনি। বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী তামিমের বিষয়ে বলেন তামিমের সুস্থ হতে ৪ সপ্তাহ সময় লাগবে। আসলে সব কিছু বিবেচনায় এনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।উল্লেখ্য, তামিম ইকবালের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। ফলে, বিশ্বকাপ ক্রিকেটে তার অংশ নেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিমের বিষয়ে সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়ান চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বিসিবি।