দেশজুড়ে

যৌন পল্লী থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌন পল্লী থেকে বিপুল বিশ্বাস (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বিপুল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার কামারকুন্ডু এলাকার নজরুল ইসলামের ছেলে।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশিত করে বলেন, "যৌন পল্লীতে রাতের কোনো এক সে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচুর পরিমান যৌন উত্তেজক ওষুধ সেবন করায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।"রুবেলুর রহমান/এফএ/আরআইপি