জাতীয়

ঢামেকের পাশে ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আমতলা গেটের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় ফুটপাত থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুল হক বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আমতলা গেটের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত  শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড 

তিনি বলেন, আশপাশের লোকদের কাছ থেকে জানা যায় ওই বৃদ্ধ ওই এলাকাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমরা ওই বৃদ্ধের নাম পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা করছি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই মো. মজিবুল হক।

কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস