আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বেকায়দায় পড়েছে দলের মনোনীত প্রার্থীরা। ফলে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহের চেয়ে বেশী রয়েছে শঙ্কা।নির্বাচন প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দিগড় ও দিঘলকান্দি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী রয়েছে। অপর ৬টি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ে আশাবাদী তিনি। বিদ্রোহী দুই প্রার্থীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জানান, বড় দলে কিছুটা মত বিরোধ থাকবেই। তবে এ স্বত্তেও প্রতিটি ইউনিয়নেই দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হবে বলেই আশাবাদী তিনি।জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য ২৮২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৭২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে ঘাটাইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. হায়দার আলী, বিদ্রোহী সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন খান ও আ. আজিজ মেম্বার। এছাড়া বিএনপির প্রার্থী রয়েছেন বিআরডবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ।দেউলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের কায়সার রহমান খান (কহিনূর খান), সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বিদ্রোহী, বিএনপির রফিকুল ইসলাম খান, স্বতন্ত্র মো. খলিলুর রহমান আকন্দ ও মো. মোতাহার হোসেন।জামুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস। বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান (শামীম)।আনেহলা ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান তালুকদার শাহজাহান (ডলার শাহজাহান), আওয়ামী লীগ বিদ্রোহী আনছার আলী ও স্বতন্ত্র প্রার্থী খন্দকার আ. রহিম।দিঘলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের রেজাউল করিম মটু, আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল্লাহ আল মামুন বিদ্যুত, বিএনপির নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন বিএনপি বিদ্রোহী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম।দিগড় ইউনিয়নে আওয়ামী লীগের ইসমাইল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী সানোয়ার হোসেন শাতিল, মো. জামাল হোসেন, হাবিবুর রহমান, বিএনপির মনছুর আলী ও আবুল কালাম আজাদ বিএনপি বিদ্রোহী হিসেবে রয়েছেন। দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের বিদ্রোহী মাঈন উদ্দিন তালুকদার ও বিএনপির আ. ছালাম।এছাড়া লোকেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন, বর্তমান চেয়ারম্যান হায়দার আলী তালুকদার বিএনপির মনোনয়ন পাওয়া স্বত্তেও তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম, অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাস, আহম্মদ আলী, মো. গোলজার হোসেন।আরিফ উর রহমান টগর/এফএ/পিআর