নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সাইদু্ল হক (৩৫), তার স্ত্রী শারমিন আক্তার লাকী ও তাদের দুই বছরের ছেলে আবদু্ল।মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন জাগো নিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলে সাইদু্ল হক (৩৫) তার স্ত্রী ও ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী একটি গোয়াল ঘরের কাছে দাঁড়ালে বজ্রপাতে তারা তিন জনই নিহত হন।কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মিজানুর রহমান/এফএ/এমএস