তৃণমূল থেকে সাতারু বের করে আনার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ‘শেরপুরে সেরা সাতারুর খোঁজে’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় মঙ্গলবার শহরের জি.কে পাইলট হাই স্কুলের পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম। এসময় নৌ-বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, কমান্ডার নাঈমুল হক, লে. এম নাহিদ হাসান ও শেরপুরের অতিরিক্ত পুলিশ আব্দুল ওয়ারীশ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলা থেকে বয়স ভিত্তিতে বালিকা ও ছেলে গ্রুপ থেকে পৃথক ৪টি গ্রুপে ১৩৪ জন সাতারু অংশ নেয়। এরমধ্যে থেকে ১৫ জন সাতারুকে চূড়ান্ত করা হয়। পরবর্তিতে তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।হাকিম বাবুল/এফএ/এমএস