সাহিত্য

ইমরান মাহমুদের ছড়া: শৈশব

 

শৈশবের স্মৃতিগুলোনিয়ে যায় অতীতে,সময়ের রেলগাড়িছুটে চলে গতিতে!

মন চায় ফিরে যাইথেকে যাই সেখানে,নিষ্পাপ মনগুলোরয়ে গেছে যেখানে!

কারো ক্ষতি লোকসানযেই মন বোঝে না,কোনো কাজে স্বার্থসেই মন খোঁজে না।

সেথা শুধু দুষ্টুমিআর ছিল বায়না,সোনালি দিনগুলোআর পাওয়া যায় না!

তবু খুঁজি চারিদিকেদিনগুলো কই সব,কত মন ডাকে তোকেফিরে আয় শৈশব!

ছড়াকার: শিক্ষার্থী, ডিগ্রি ২য় বর্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

এসইউ/জিকেএস