দেশজুড়ে

৭ বছর পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি

প্রায় সাত বছর পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কমিটি ষোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদকে। আর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহ-সভাপতি, রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাকির হোসেন রাজিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৪ জুন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫৮ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।

এসকে রাসেল/জেডএইচ/জেআইএম