বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় শামীম মিয়া হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
শনিবার (১৭ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুনসাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতারপালিয়ে গেলেন আটক ছাত্রলীগ নেতা, চার পুলিশ ক্লোজডএর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন আন্দোলনকারী শামীম মিয়া। এ ঘটনায় ২২ জানুয়ারি শামীম মিয়া ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
এমআইএন/এমআইএইচএস/জেআইএম