আইন-আদালত

হবিগঞ্জের রাজাকার মহিবুরের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এছাড়া মহিবুরের ভাই মুজিবুর রহমান ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী। আসামিপক্ষের আইনজীবী মাসুদ রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়। গত বছর ১০ ফেব্রুয়ারি তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতারের আবেদন জানান প্রসিকিউশন। ওইদিনই ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে বানিয়াচং থেকে তাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ১২ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।অপরদিকে, গত বছরের ১৯ মে মহিবুর-মুজিবুরের চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে মৌলভীবাজারের আথানগিরি পাহাড় থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। ২৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই তিন ভাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীতে যোগ দেন।এফএইচ/এআরএস/এমএস