দেশজুড়ে

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গুলিবিদ্ধ

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামন আসাদকে গুলি ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কালেক্টরেট স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।    প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর শহরের বড় হরিশপুর এলাকার আসাদুজ্জামন আসাদ মোটরসাইকেলযোগে একটি মামলায় আদালতে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে কালেক্টরেট স্কুলের সামনে ৫/৬ জন সন্ত্রাসী আসাদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় আসাদ মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে আসাদের এক হাত ও এক পায়ের রগ কেটে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।     এ ব্যাপারে নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসাদের উপর হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার ঢাকাসহ সারাদেশে বিরোধী দলের নেতাকর্মী শূন্য করতে বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। আসাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা দিনে দুপুরে গুলি ও কুপিয়ে আহত করে প্রমাণ করলো দেশে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। তিনি এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেছেন।  রেজাউল করিম রেজা/এসএস/এবিএস