রাজধানীর বংশালে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোজাম্মেল হোসেন (৩৩) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা সহকর্মী আশিকুজ্জামান জানান, সকালে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মোজাম্মেল। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মোজাম্মেল হোসেন ময়মনসিংহ জেলার ফুলবাড়ী থানা এলাকার আব্দুল কাদের খানের সন্তান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমীন/এএমএ/জিকেএস