দেশজুড়ে

আ.লীগ নেতা লাঞ্ছিত : দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

কিছুদিন থেমে থাকার পর আবারো দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের মধ্যকার দলীয় কোন্দল। খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলমের উপর হামলা ও দলীয় কোন্দলের জের ধরে আবারো রাজপথে নেমেছে বিবদমান দুইটি গ্রুপ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা মো. শানে আলম।  প্রতিপক্ষ দ্বারা লাঞ্ছিত আওয়ামী লীগ নেতা মো. শানে আলম এ ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম ও তার ছোট ভাই খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমকে দায়ী করেছেন।এদিকে, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালের দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত অংশটি খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম ও তার ছোট ভাই খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমকে দায়ী করে স্লোগান দেয়া হয়।সংসদ সদস্য সমর্থিত গ্রুপের পরপরই পানখাইয়া পাড়া থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম সমর্থিত গ্রুপটি মিছিল বের করে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল থেকে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এদিকে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সঙ্গে দেখা করে মো. শানে আলমের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে। হামলার বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুউদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস