কমলাপুরে ট্রেন ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় সরকারের অবহেলাকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী ২০ দলের সকাল-সন্ধ্যা হরতালের চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।ফখরুল বলেন, কমলাপুরের এ দুর্ঘটনা আবার প্রমাণ করল এ সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের (সরকার) অব্যবস্থাপনা ও অবহেলা এমন অবস্থায় পৌঁছেছে যে, জনগণের জানমালের কোনো তোয়াক্কা তারা করছে না। কোনো জবাবদিহিতা না থাকায় জনগণের জীবন নিয়ে তারা রীতিমত তুচ্ছ-তাচ্ছিল্য করছে। শাহজাহানপুরে ওয়াসার পাইপে শিশু জিহাদের মৃত্যুর ঘটনাও সাধারণের জীবন নিয়ে সরকারের অবহেলার জ্বলন্ত প্রমাণ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কমলাপুরের দুর্ঘটনায় দোষীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।