দেশজুড়ে

দেশ বিক্রির ষড়যন্ত্র চলছে: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমরা কী আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি? চৌদ্দশ’ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি। দেশ বিক্রির ষড়যন্ত্র চলছে।’

শনিবার (২৪ মে) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আমরা সব বাহিনীকে বলছি- আপনারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন সেটি প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন।’

তিনি বলেন, ‘চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা চব্বিশের গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরে সেভাবে কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে যাব।’

এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে সভায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস