সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফের ম্যাচগুলোতে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএল চলাকালীন ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা শুরু হয় পাকিস্তানের। এক পর্যায়ে আতংকে পাকিস্তান ছেড়ে যান ডিআরএস প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল। যুদ্ধবিরতির পর পুনরায় খেলা শুরু হলেও পাকিস্তানে ফেরেননি তারা। যে কারণে বাধ্য হয়েই ডিআরএস ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পিএসএলের শেষ কয়েকটি ম্যাচ।
জানা গেছে, এখনও পাকিস্তান ফেরেনি প্রযুক্তি সরবরাহকারী দল। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজও ডিআরএস ছাড়াই চলবে।
বাংলাদেশ দলকে ইতোমধ্যে সিদ্ধান্ত অবগত করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ডিআরএস না থাকায় সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে উভয় দলই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত বলে আশা করা হচ্ছে।
আগামী ২৮ ও ৩০ মে এবং ১ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এমএইচ/এএসএম