ধর্ম

জেনে নিন কুরআন, হাদিসে কুদসি ও হাদিসে নববির পার্থক্য

সব মসুলমানই কুরআন ও হাদিসের কথা শুনে থাকে। আবার হাদিসের মধ্যে রয়েছে কিছু পরিভাষা। যেমন হাদিসে কুদসি ও হাদিসে নববি। কিন্তু অনেকেই জানে না কুরআনের পরিচয় কী? হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে নববেই বা কী? সংক্ষেপে এ তিনটি বিষয়ের পরিচয় তুলে ধরা হলো-কুরআনযার শব্দ ও অর্থ উভয়টিই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্য ওহির মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসেছে তাই কুরআন।হাদিসে কুদসিযে হাদিসের মূল ভাব বা অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং ভাষা বা শব্দ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে অপ্রকাশ্য ওহির মাধ্যমে হয় তবে তা হাদিসে কুদসি। তবে এ হাদিসের ক্ষেত্রে قَالَ اللهُ تَعَالَي অর্থাৎ ‘ক্বালাল্লাহু তাআলা’ বলে শুরু করা হয়।হাদিসে নববিযে হাদিসের শব্দ ও অর্থ উভয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয় এবং তা অপ্রকাশ্য ওহির মাধ্যমে হয় তবে তাকে হাদিসে নববি বলে।মুহাদ্দিসীনে কেরামগণের মধ্য হতে অনেকে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দু রকম নূর বা আলো ছিলএকটি হলো- সদা সর্বক্ষণ ও অবিচ্ছিন্ন। এ অবস্থায় যে বক্তব্য বের হতো, তাকে হাদিসে নববি বলে।দ্বিতীয়টি হলো- আকস্মকি। এটা আবার দু`ধরনের-১. যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকস্মিক আলোর সময় তার স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায় এবং বক্তব্য বের হয়, তবে সে বক্তব্যকে ‌কুরআন` বলা হয়।২. যদি বক্ত্যের স্বাধীনতা বিদ্যমান থাকে তাহলে তাকে হাদিসে কুদসি বলে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন, হাদিসে কুদসি ও হাদিসে নববির ওপর আস্থা, বিশ্বাস ও যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস