বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা আমরা বাস্তবায়ন করতে চাই। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা একের পর এক উন্নয়ন করেই চলেছি। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক ও টিআর জিআর এর ডিও বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষ এখন আর কোনো সাহায্য চাই না, তারা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছি। দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর সৈয়দ আলতাফ হোসেন টিপু, বাগেহরহাট জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা প্রমুখ।চেক বিতরণ অনুষ্ঠানের পূর্বে ৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত উপজেলা পরিষদ সম্প্রসারণ প্রশাসনিক ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শওকত আলী বাবু/এআরএ/আরআইপি