জাতীয়

মন্ত্রণালয়গুলোর কাছে সংস্কার-উন্নয়নের তথ্য চেয়ে চিঠি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম মন্ত্রিপরিষদ সচিবের কাছে এসব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অধীন বিভাগের সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে যেসব পদক্ষপে গৃহীত হয়েছে তার সফটকপি ও হার্ডকপি (ছক অনুযায়ী) ৭ কার্যদিবসের মধ্যে প্রেস সচিবের ঠিকানায় এবং shafiqul.alam@cao.gov.bd, azad.majumder@cao.gov.bd এবং ahammadfoyez@cao.gov.bd ইমেইলে পাঠানোর অনুরোধ জানানো হয়।

গৃহীত পদক্ষেপ, পদক্ষেপের কারণ ও বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অধীন বিভাগ কর্তৃক সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন অগ্রগতি এবং বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে যেসব পদক্ষেপ গৃহীত হয়েছে তার তথ্যাদি প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমতাবস্থায়, মন্ত্রণালয়/বিভাগের সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন অগগ্রতি এবং বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে যেসব পদক্ষেপ গৃহীত হয়েছে তার তথ্যাদি সংযুক্ত পত্রের ছক মোতাবেক জরুরিভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সে হিসাবে আগামী পাঁচ জুন এ সরকারের ১০ মাস পূর্ণ হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার এর মধ্যে ১১টি কমিশন গঠন করেছে। কমিশনগুলো সংস্কারের সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

আরএমএম/এমএইচআর/এমএস