রাজনীতি

পোশাক বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের হট্টগোল হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই ঘটে এ ঘটনা। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পোশাক বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এখানে আসার পর আর তেমন কিছু হয়নি।

আহতের ঘটনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে আহত পাইনি। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমাদের উপস্থিতিতে দুই গ্রুপ মিটিং করে এবং সুষ্ঠুভাবে সমাবেশ শেষ হয়।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুঙ্গি বিরতণ অনুষ্ঠানের আয়োজন চলছিল। এরই মধ্যে সাড়ে ১১টার দিকে সেখানে হট্টগোল বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে সেগুলো গুরুতর নয়।

পরে অনুষ্ঠানে হাজির হন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ অনুষ্ঠানের প্রধান অতিথি।

কেআর/এমএইচআর/এএসএম