রাজবাড়ী কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় ঢাকাগামী একটি পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা অন্তত আরও ৮ জন।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পাংশা ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার মধুপুরের কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও পশ্চিম আব্দাল এলাকার রফিক হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দিকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী পশুবাহী ট্রাক রাজবাড়ী কালুখালীর বাংলাদেশ হাট মোড়ের আগে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় দুই গরুসহ দুইজন বের করা হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে দুইটি গরু ও দুইজন মারা গেছেন। চালকের বেপোরায়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকের উপরে থাকা গরুর মালিক, ব্যবসায়ী ও রাখল নিচে চাপা পড়ে। চালক পালিয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম