দেশজুড়ে

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (৩১ মে) রাতে নগরীর ফকিরবাড়ি সড়কে দলটির কার্যালয়ে এ হামলা-ভাঙচুর চালানো হয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাতের অন্ধকারে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

তিনি বলেছেন, হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডস্থ জাপা কার্যালয়ের আসবাবপত্র, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে। এসময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা

মহসিন উল ইসলাম আরও বলেন, জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হলে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। পরে এ ঘটনায় তারা রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাপা কার্যালয়ে হামলা-ভাঙচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এমকেআর