জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের একদিন পর এবার পাল্টা অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।
শনিবার (৩১ মে) রাতে এনসিপির রংপুরের সংগঠক আলমগীর নয়ন বাদী হয়ে জিএম কাদের ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ করে এ অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পৈতৃক নিবাস স্কাইভিউ বাসভবনের সামনে চৌরাস্তার মোড়ে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা, এমন অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করা হয়েছে। ওইদিন জিএম কাদের স্কাইভিউ বাসভবনে অবস্থান করছিলেন। এসময় ওই বাসভবন লক্ষ্য করে ঢিল নিক্ষেপ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
জিতু কবীর/এমএন/এমএস