দিন কয়েক আগেই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এবার শোনা যাচ্ছে, পদ ছাড়তে হতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনিকেও।
তবে ব্যর্থতার দায়ে নয়। রজার বিনিকে সম্ভবত সরে দাঁড়াতে হবে বয়সের কারণে। ২০২৫ সালের ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করবেন তিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, ৭০ বছর বয়সের পর বোর্ডের কোনো কর্মকর্তা পদে থাকতে পারবেন না।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিনির স্থলাভিষিক্ত হতে পারেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে, তিনি জুলাই মাসেই এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। রাজীব শুক্লা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। তিনি আগে আইপিএলের চেয়ারম্যান ছিলেন এবং বিসিসিআইয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সাবেক সাংবাদিক হিসেবে, শুক্লার ক্রিকেট জগতে বিশাল অভিজ্ঞতা রয়েছে। ‘ক্রিকব্লগার’ বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে, ‘রাজীব শুক্লা জুলাই মাসের প্রথম দিকে রজার বিনির স্থলাভিষিক্ত হতে পারেন এবং বোর্ড কর্মকর্তারা ইতিমধ্যে তার নাম নিয়ে আলোচনা করছেন।’
২০২২ সালে বিসিসিআই সভাপতির দায়িত্ব গ্রহণ করেন রজার বিনি। তিনি সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই রজার বিনি। সেই টুর্নামেন্টে তিনি সর্বাধিক ১৮ উইকেট নিয়েছিলেন, যা ভারতকে ঐতিহাসিক শিরোপা জিততে সাহায্য করেছিল।
এমএমআর/জিকেএস