আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস। ফাইনালে ওঠার এই লড়াইয়ে টস জিতেছে পাঞ্জাব কিংস।
আহমেদাবাদে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অর্থাৎ হার্দিক পান্ডিয়ার মুম্বাই আগে ব্যাটিং করবে।
মুম্বাই একাদশরোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নামান ধির, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, রিস টপলে।
পাঞ্জাব একাদশপ্রিয়ানশ আরিয়া, জশ ইংলিশ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, ভিশাক বিজয়কুমার, কাইল জেমিসন, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদিপ সিং।
এমএমআর