বিশ্বের সবার কাছে আমি "নাম্বার ওয়ান" হতে পারি তবে আমার কাছে তুমি সবসময়ই নাম্বার ওয়ান। শিশির, তোমার জন্মদিনে রইলো শুভেচ্ছা! ধন্যবাদ আমার পাশে আমার ভালো এবং খারাপ সময় থাকার জন্য। তোমার মত একজন সহধর্মিনীকে পেয়ে আমি আসলেও নিজেকে ভাগ্যবান মনে করি! এভাবেই নিজের ফেসবুক পেজে শিশিরকে জন্ম দিনের শুভেচ্ছা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।১২ ডিসেম্বর ছিল তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। সেটির আনন্দ মিলিয়ে যেতে না যেতেই আরও একটি আনন্দের দিন এসে হাজির হল। ২০১২ সালের স্মরণীয় তারিখ ১২.১২.১২ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।