দেশজুড়ে

শ্যাম্পুর বোতলের জন্য প্রাণ গেল তিন শিশুর

পরিত্যক্ত পুকুরে শ্যাম্পুর বোতল উঠাতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর  উপজেলার বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, উপজেলার বিলচাপড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সাদিয়া (৪), আতিয়া (৩) ও মোতালেব হোসনের ছোট ভাই রহিজ উদ্দিনের মেয়ে মরিয়ম (৪)। তিন শিশু নিহতের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  নিহতের স্বজনরা জানান, সাদিয়া, আতিয়া ও মরিয়ম মিলে পার্শ্ববর্তী হযরত আলীর মাস্টারের একটি পরিত্যক্ত পুকুরে পাশে খেলতে যায়। এসময় পুকুরে থাকা একটি শ্যাম্পুর বোতল দেখে সবাই এক সঙ্গে পুকুরে নেমে পড়ে। এরপর তারা আর পুকুরের পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে নেয়ার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবি বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর