অর্থনীতি

ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না

ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না

এতিমখানা বা ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

Advertisement

তিনি বলেন, এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসে কর নেওয়ার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতি মাসে রিটার্ন দাখিলের যে বিধান ছিল, সেটা পরিবর্তন করে ত্রৈমাসিক করা হয়েছে।

জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরে দলিল মূল্যের অতিরিক্ত অর্থ লেনদেনের ক্ষেত্রে উপদেষ্টা বলেন, ব্যাংক বিবরণীসহ দালিলিক নানান প্রমাণের মাধ্যমে সেটা যাচাই করতে হবে। যাচাইয়ের পর অতিরিক্ত অর্থের ওপর মূলধনি আয়ের জন্য প্রযোজ্য হারে কর বসবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করা রিটার্নের অডিটসংক্রান্ত জটিলতা নিরসন করতে এ বিষয়ক বিধান প্রতিস্থাপন করা হয়েছে। এবার ক্রেডিট কার্ডসহ ১২টি সেবার ক্ষেত্রে কেবল টিআইএন সনদ দাখিলের বিধান করা হয়েছে।

Advertisement

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। আজ সোমবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন পায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হলো ভিন্ন আঙ্গিকে।

এসএম/কেএসআর/এএসএম

Advertisement