আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী ঈদের পরে আগামী ১৩ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৩ জুন) সকাল ৮ টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।
এছাড়া ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
সকাল ৮ থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। এছাড়া আজ থেকে দেশের অভ্যান্তরে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন।
এনএস/এসএনআর/জেআইএম