সাহিত্য

কোরবানি হোক শুদ্ধ

কোরবানি হোক হালাল টাকায় তাকওয়া হোক শুদ্ধমনের নোংরা দূর করতেমুমিন করো যুদ্ধ।

মনের পশু জবাই হবে আসল পশুর আগে,জুটবে তবে আসল সওয়াব মুমিনেরই ভাগে।

অহংকার আর হিংসা বিদ্বেষসবার আগে ভুলে,সব ভেদাভেদ ছিন্ন করেনাওগো বুকে তুলে।

কেএসকে/এমএস