কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তারা হলো, একই এলাকার রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে যায় সামিরা আক্তার ও সাফা মারওয়া। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সামিরা আক্তার ও সাফা মারওয়াকে উদ্ধার করা হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস