অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা রয়েছে আজ।
মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্রশিবিরের কর্মী গোলাম মর্তূর্জা নিহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন আটকে রাখে। সোহায়েলের নির্দেশে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।
আরও পড়ুন:
ছাত্রদের ড্রোন দিয়ে খোঁজা ইশতিয়াককে ট্রাইব্যুনালে হাজিরএছাড়া জুলাই-আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।
এ মামলায় অন্যতম পলাতক আসামি ডিবির হারুন।
এদিকে, গাবতলীতে গণহত্যার এক মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মায়নুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এফএইচ/এসএনআর/এমএস