স্বাস্থ্য

আরও ২৮ জন করোনায় আক্রান্ত

ডেঙ্গুর মতো করোনা সংক্রমণও বাড়ছে। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত ১৮

এর আগে মঙ্গলবার (১৭ জুন) করোনাভাইরাসে দুজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত দেশে চার হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৩৫৯ জন এবং মারা গেছেন সাতজন।

এসইউজে/ইএ