অ্যাডাম লালানার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়েই বছর শেষ করেছে লিভারপুল। সোয়ানসি সিটিকে হারিয়েছে ৪-১ ব্যবধানে।লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই চাপে ছিল সোয়ানসি। আলবের্তো মরেনোর গোলে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লালানা। এক মিনিটি পর একটি গোল পরিশোধ করলেও ছন্দ ধরে রাখতে পারেনি। উল্টো ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন লালানা। ৬৯ মিনিটে শেলভির আত্মঘাতী গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে বেন্ডন রজার্সের দল। ১৯ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ২৮ পয়েন্ট।