আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ঠাকুরগাঁও-২ আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। যাদের বেশির ভাগই নতুন। এ আসনে নির্বাচনের দৌড়ে আছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। এরইমধ্যে এ আসনে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। পথে-প্রান্তরে নিজেকে পরিচিত করতে নানা রকম আয়োজন করছেন। ব্যানার ও ফ্যাস্টুন সভা সেমিনারসহ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এমনকি নির্বাচনী এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এই নেতা।
Advertisement
সম্ভাব্য প্রার্থী ফারুক হাসান বলেন, আগামীর জাতীয় নির্বাচন আমাদের স্বপ্নের নির্বাচন হতে হবে। আমার নির্বাচনী এলাকার মানুষ নির্যাতিত। সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে অনেকটা পিছিয়ে আছেন। আমি এ মানুষগুলোর নির্যাতনের অবসান করতে চাই। উন্নয়নের ছোঁয়া এ মানুষগুলো পাননি। আমি এখানে প্রকৃতপক্ষে অধিকার রক্ষার সংগ্রাম চালাতে চাই। আমি নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা-শৃঙ্খলায়নের ওপর বিশেষ কাজ করতে চাই।
এখানে তরুণ ভোটার ৯০ হাজার ৮৭৭ এবং সংখ্যালঘু ভোটার ৪৪ হাজার ৬৯৮। এ আসনে প্রার্থীকে জিততে হলে তরুণ ভোটারদের কাছে টানতে হবে।
একই আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির আব্দুল হাকিম লড়বেন নির্বাচনের মাঠে। অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থী তিনি। ফ্যাসিস্ট শাসনামলে অধিক জনপ্রিয় থাকার কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। জেল থেকে নির্বাচন করেছেন৷ অবশেষে ভোট বর্জনও করেন তার সমর্থকরা।
Advertisement
এই সম্ভাব্য প্রার্থী বলেন, আমাদের ওপর জুলুমের অবসান হয়েছে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে। এখন আমাদের দেশ ও সমাজ গোছাতে হবে। সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমি চেষ্টা করবো মানুষের প্রত্যাশা পূরণের। আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার শেষে শান্তিপূর্ণ নির্বাচনই এখন পর্যন্ত জনগণের চাওয়া। আমার নির্বাচনী আসনে মানুষ সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছে। এখানে মানুষকে অস্ত্র ও লাঠিয়াল বাহিনী দিয়ে দমিয়ে রাখা হতো। আমি নিজেও নির্যাতনের শিকার। তবে আমরা এখন নতুন সম্ভাবনা দেখছি। আশা করি দ্রুত আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবো।
আগামীর জাতীয় নির্বাচন আমাদের স্বপ্নের নির্বাচন হতে হবে। আমার নির্বাচনী এলাকার মানুষ নির্যাতিত। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অনেকটা পিছিয়ে আছেন। আমি এ মানুষগুলোর নির্যাতনের অবসান করতে চাই।-ফারুক হাসান
এই আসনে বিএনপি থেকে লড়ার সম্ভাবনা রয়েছে উপজেলা বিএনপি নেতারও। এদের মধ্যে এগিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি এটিএম মাহাবুর রহমান ও ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি এটিএম মাহাবুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আমি আশাবাদী। সব দিক বিবেচনা করে আমিই দলীয় মনোনয়নপ্রত্যাশী। দল যদি মনোনয়ন দেয় আমি দলের প্রত্যাশা রাখতে পারবো।
Advertisement
ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম বলেন, চিকিৎসক হওয়ার সুবাদে এলাকার মানুষ এবং দলের নেতাকর্মীদের সেবা করার সুযোগ হয়েছে। নির্বাচনে দল অংশ নিলে এবং আমাকে মনোনয়ন দিলে আমি অংশ নেব। আশা করি আওয়ামী শোষণ থেকে এলাকার মানুষ বাঁচতে আমাকে নির্বাচিত করবেন।
আরও পড়ুন গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি: আমীর খসরু সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিসএছাড়া এ আসনেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করাতে ইচ্ছুক। কিন্তু তা নির্ভর করছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ওপর বলে জানান তারা।
চিকিৎসক হওয়ার সুবাদে এলাকার মানুষ এবং দলের নেতাকর্মীদের সেবা করার সুযোগ হয়েছে। নির্বাচনে দল অংশ নিলে এবং আমাকে মনোনয়ন দিলে আমি অংশ নেব। আশা করি আওয়ামী শোষণ থেকে বাঁচতে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে।-ডা. আব্দুস সালাম
এ আসনের সাধারণ ভোটার আব্দুর রাজ্জাক। মুদি দোকানে কর্মরত। বলেন, আমরা দুই আসনের মানুষ এতদিনে জিম্মি দশায় থেকে ভোট প্রদান করেছি কিন্তু এবার নতুন কিছু মুখ নির্বাচনের মাঠে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আমাদের প্রত্যাশা অনেক।
ঠাকুরগাঁও জেলার নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ইসির নির্দেশনা মতো কাজ করছি।
আগামী নির্বাচন জনগণের তথা ভোটারের শতভাগ আকাঙ্ক্ষা পূরণ করেই হবে বলে মনে করেন এই কর্মকর্তা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আমি আশাবাদী। সব দিক বিবেচনা করে আমিই দলীয় মনোনয়নপ্রত্যাশী। দল যদি মনোনয়ন দেয় আমি দলের প্রত্যাশা পূরণ করতে পারবো।-মাহাবুর রহমান
ভোটারদের পরিসংখ্যানঠাকুরগাঁও-২ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ ও জেলার দ্বিতীয় সংসদীয় আসন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈলের একাংশ নিয়ে এ আসন গঠিত।
আমাদের ওপর জুলুমের অবসান হয়েছে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে। এখন আমাদের দেশ ও সমাজ গোছাতে হবে। সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমি চেষ্টা করবো মানুষের প্রত্যাশা পূরণের।-আব্দুল হাকিম
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন ভোটার । এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ এবং রানীশংকৈল উপজেলার দুই ইউনিয়নে ৩৯ হাজার ৮৯৪ ভোটার।
আরও পড়ুন নির্বাচন এগিয়ে আনার বার্তা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ: ফখরুল ঐকমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ: আমীর খসরুএর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৬৮ ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩০৫। এখানে তরুণ ভোটার ৯০ হাজার ৮৭৭ এবং সংখ্যালঘু ভোটার ৪৪ হাজার ৬৯৮। এ আসনে প্রার্থীকে জিততে হলে তরুণ ভোটারদের কাছে টানতে হবে।
বিগত সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন যারাএই আসনের নির্বাচিত প্রার্থীরা হলেন, ১৯৮৬ সালে দবিরুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে। ১৯৮৮ মির্জা রুহুল আমিন জাতীয় পার্টি থেকে। ১৯৯১ সালে দবিরুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জুলফিকার মর্তুজা চৌধুরী, একই বছরের জুন মাসে বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন দবিরুল ইসলাম, এরপর ২০০১ ও ২০০৮ সালেও তিনি এমপি নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের দুটি বিতর্কিত নির্বাচনেও এমপি হন দবিরুল। এরপর ২০২৪ সালের আরেকটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন মাজহারুল ইসলাম সুজন।
আরও পড়ুন রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তাব তারেক রহমানের ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো জামায়াতটিএইচটি/এসএইচএস/এমএফএ/জিকেএস