স্বাস্থ্য

আরও ৬ জনের করোনা শনাক্ত

দেশে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে এ সময়ে করোনায় কোনো মৃত্যুর খবর নেই।

আরও পড়ুন আরও ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত করোনা ও ডেঙ্গুর সঙ্গে ভোগাচ্ছে চিকুনগুনিয়াও

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত চার হাজার ৭৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৫০৬ জন।

এসইউজে/কেএসআর/এএসএম