ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে সাঈদ ইজাদি নামে ইরানের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ শনিবার এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
Advertisement
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের কুমে হামলার লক্ষ্য ছিল মুহাম্মদ সাঈদ ইয়াজিদি, যিনি ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের বিদেশি শাখার কমান্ডার ছিলেন।
ইসরায়েল কার্তজ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন সাঈদ ইজাদি।
তিনি এক বিবৃতিতে বলেন, এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেওয়া সম্ভব হয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।
Advertisement
ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়। তবে এখনও ইরানের কোনো বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
টিটিএন