জাতীয়

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগ করেনি পুলিশ: ডিএমপি

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে বলপ্রয়োগ করেনি পুলিশ: ডিএমপি

রাজধানীর নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Advertisement

ডিএমপি জানিয়েছে, কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন, যা একেবারেই ভিত্তিহীন।

শনিবার (২১ জুন) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বাড্ডা থানাধীন মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন।

Advertisement

আরও পড়ুন

পুলিশের অ্যাকশনের পর রাস্তায় শুয়ে পড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা৫ ঘণ্টায়ও সড়ক ছাড়েননি ইউআইইউ শিক্ষার্থীরা, রোববার ‘ঢাকা ব্লকেড’

তালেবুর রহমান জানান, কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। বারবার অনুরোধ সত্ত্বেও জনগণের চলাচলের রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি হ্রাসকল্পে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, পরে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় সড়ক দখল করে আন্দোলন শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, এমন অবস্থায় ওই ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Advertisement

বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে।

টিটি/এএমএ/জেআইএম