আর একটি সেশন বেশি পেলে কী বাংলাদেশ দল জিততে পারতো? এ প্রশ্ন এখন তোলাই যায়। কারণ, দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাতে হারিয়েছে ৪ উইকেট। আর একটি সেশন পেলে বাকি ৬ উইকেটও হয়তো তুলে নিতে পারতো টাইগার বোলাররা।
Advertisement
তবে, শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৭২ রান তোলার পরই শেষ হয়ে যায় নির্ধারিত সময়। যার ফলে গল টেস্ট শেষ হলো অমিমাংসিতভাবে, নিষ্প্রাণ ড্র হিসেবেই।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নেমে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ১০ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করার পর ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিড দাঁড়ায় ২৯৫ রানের। শ্রীলঙ্কা ৭২ রান করার পরই খেল শেষ হয়ে যায়।
Advertisement
প্রথম ইনিংসে নাইম হাসান বলে ঘূর্ণি ধরিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে যেটুকু সময় পেলেন, তাতে ঘূর্ণি জালে লঙ্কানদের বেধেছেন তাইজুল ইসলাম। ৪ উইকেটের তিনটিই নেন তিনি। বাকিটি নেন নাইম হাসান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৭ রান করা পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ২৪ রান। তার উইকেটটাই নেন নাইম। আরেক ওপেনার লাহিরু উদারা ১৩ বলে ৯ রান করে আউট হন। দিনেশ চান্ডিমাল করেন ৬ রান। ক্যারিয়ারের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজ হলেন তাইজুলের শিকার। করলেন ৮ রান।
কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা - দু’জনই অপরাজিত থাকেন ১২ রান করে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারটা নিলেন নাজমুল হোসেন শান্ত।
আইএইচএস/
Advertisement