প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে রোগীদের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কোষাধ্যক্ষ ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
Advertisement
শনিবার (২১ জুলাই) সি ব্লকের অধ্যাপক সামাদ সেমিনার হলে আয়োজিত ‘ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক ডা. নাহরীন আখাতার বলেন, নার্সদের দায়িত্ব পালনকালে সচেতন ও সতর্ক থাকতে হবে। সময়মতো ডিউটিতে আসতে হবে, লাঞ্চ করে আসতে হবে, যাদের নাইট ডিউটি রয়েছে তাদের রাতে ঘুমানো যাবে না, রাত জেগেই রোগীদের সেবা দিতে হবে। আইসিউতে যারা সেবার দায়িত্বে থাকেন তাদের রাতে ঘুমানো তো আরও অসম্ভব, কারণ এখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসাধীন থাকেন, সার্বক্ষণিক তাদের পাশে থাকার প্রয়োজন হয়।
আরও পড়ুনঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশআরও ৩৫২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যুতিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে রোগীদের ক্যাল্যাণে কাজে লাগাতে হবে। এতে ইহকালে প্রশান্তি লাভের পাশাপাশি পরকালেও পুণ্য হয়। আমারা সবাই একদিন মারা যাবো, আমাদের মৃত্যুটা যেন আরামদায়ক হয়, সেভাবেই আমরা যারা ডাক্তার, নার্সসহ যারা চিকিৎসাসেবার মতো মহান পেশায় যুক্ত, তারা যেন আমাদের প্রতিটি কর্ম, দায়িত্ব কর্তব্য সেভাবেই পালন করি।
Advertisement
৩৭ থেকে ৪২তম ব্যাচের নার্সদের নিয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৯৬ জন নার্স অংশ নেন। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের মেয়াদ ছিল এক মাস। প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যানেসথেসিয়া এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক অ্যানেসথেসিয়াওলজিস্ট অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসইউজে/ইএ/জেআইএম