দেশজুড়ে

গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করছে সরকার: উপদেষ্টা ফরিদা আখতার

গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করছে সরকার: উপদেষ্টা ফরিদা আখতার

সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২১ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Advertisement

ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরির চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমিষের প্রধান উৎস মাছ। এই খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম। এই সম্পদ রক্ষায় গবেষণালব্ধ প্রযুক্তি সহজবোধ্য ও মাঠপর্যায়ে সম্প্রসারণযোগ্য হওয়া দরকার। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নিরাপদ মাছ উৎপাদনে ফিডের নিরাপত্তা ও হাওর অঞ্চলে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে উপদেষ্টা বলেন, কীটনাশক নিয়ন্ত্রণে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জলজ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছ শনাক্তে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রজাতিগুলোকে লাল (বিপন্ন), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সাধারণ (নিরাপদ) শ্রেণিতে ভাগ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে মাছের সংকট নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে। আর তা সফল হলে, তা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে একটি বড় মাইলফলক হবে। এ খাতে বিজ্ঞানীদের গবেষণায় সরকার সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।

বিএফআরআইয়ের মহাপরিচালক অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বাকৃবির মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন রফিকুল ইসলাম সরদার এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাধ বিশ্বাস বক্তব্য দেন।

কর্মশালায় বিএফআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন উর রশিদ স্বাদুপানির মাছ নিয়ে চলমান ও ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা উপস্থাপন করেন

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

Advertisement